Uncategorized

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: কোভিট-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই খাদ্য সংকট মোকাবেলায় থেমে নেই গোয়াইনঘাটের আধুনিক কৃষির অগ্রসৈনীক উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। ইতি পূর্বে উনার কৃষি বিপ্লব সফলতায় মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টা আর আন্তরিক সেবায় রয়েছে একদল বিশ্বস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তা। কৃষি বিপ্লবের ধারাবাহিকতা অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় প্রান্তিক কৃষকদের মাঝে চারা বিতরন ও বৃক্ষ রোপন কার্যক্রমের পর গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় রোপায়িত ধান, সবজি, ভাসমান চাষাবাদ প্রযুক্তি, লেবু বাগানসহ ব্যাপক কৃষি মাঠ প্রদর্শনী পরিদর্শন করেছেন।

গোয়াইনঘাটের বিভিন্ন স্থানের কৃষি বিপ্লব পরিদর্শনের মধ্যে আলীরগাঁও ইউনিয়নের ৩নং ব্লকের নয়াখেল গ্রামের একটি লাউ বাগান পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্জুর আলম, জয়নুর রশীদ, সহ-ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল কাদির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *