নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন গোয়াইনঘাট প্রেক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) সকালে নব নির্মিত গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রেসক্লাব সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সহ সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাষ দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম আহমেদ, নির্বাহী সদস্য মনজুর আহমদ, হারুন অর রশিদ, মো. আলী হোসেন ও দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি।