গোয়াইনঘাট প্রচ্ছদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতে গোয়াইনঘাট থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সারা দেশের ন্যায় অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে। সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্দ্যগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এবং ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত প্রতিকৃতিতে যতারিত সময়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের সকলকে বক্তব্যের সারমর্ম বুজতে হবে। সেই সাথে জাতির জনকের দেওয়া ভাষণের কথাগুলোকে পুঙ্খানু রুপে বাস্থবায়ন করতে হবে তা হলেই জাতির জনকের স্বপ্ন পূরণ করা সম্ভব। নানা বাধাঁ বিপত্তি পেরিয়ে মুুজিব বর্ষে পুলিশ জনগনের দূরগোড়াঁয় পৌছাতে সক্ষম হয়েছে। সেই সাথে পুলিশি সেবাকে আরোও তরান্বিত্ব করতে ইতিপূর্বে ব্যাপক উদ্দ্যেগ নেওয়া হয়েছে। অচিরেই বাংলাদেশ পুলিশ দেশ তথা জনগনের সেবা নিশ্চিত করনে আরোও একধাপ এগিয়ে আসবে।

উপজেলা পরিষদ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, এসআই আব্দুল আহাদ, এএসআই হুমায়ুন, এএসআই সুফিয়ান, এসআই সমিরন দাস, এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই তোফাজ্জল হোসেন, এএসআই সাঈদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার দিন থেকেই গোয়াইনঘাট থানা কম্পাউন্ডকে বিভিন্ন রংয়ে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *