ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯আগষ্ঠ) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল হক’র সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব শুধু একটি নাম নয়, একটি আদর্শ, একটি চেতনা, একটি ইতিহাস, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কারিগর। যার নেতৃত্বে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ। যার কারণে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। যার সঠিক নেতৃত্ব ও নির্দেশনায় দেশ এগিয়ে চলছে। শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতি বললেও সারাদিন বা সারা মাসেও শেষ হবে না। বঙ্গবন্ধু জন্মেছিল বলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। একে ওপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে একটি অন্যটি ছাড়া কল্পনা করা যায় না।
তিনি আরও বলেন, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মুক্তিযোদ্ধা ও তাহাদের পরিবারবর্গকে গুলি করে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। ঐসব এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংরক্ষিত ও উপজেলা সদরের গোয়াইনঘাট সেতু সংলগ্ন নদীর পূর্বপাড়ে পূর্ণানগর গ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর আজও সংরক্ষণ করা হয়নি। ইতিপূর্বে উক্ত গণকবর সংরক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপর দিকে এ উপজেলায় আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কোন মোরল নির্মাণ কিংবা কোন উদ্যোগ নেওয়া হয়নি। স্বাধীনতার পর থেকে এ উপজেলায় অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলেও তারাও দেখে যেতে পারেননি গণকবরের সংরক্ষিত এলাকা ও মুক্তিযুদ্ধের মোরল। শীগ্রই নতুন এ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে ১৯৭১সালে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ বীর মু্ক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতার গণকবর ও বধ্যভূমিগুলি চিহ্নিত ও সংরক্ষণ করা হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে মিনহাজ উদ্দিন, সুজন আহমদ, দিলকাশ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়িম আহমদ শাহিন, মোস্তাফিজুর রহমান মস্তফা, তোফায়েল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মালিক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ।
।