ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১৫দিনের ব্যাবধানে ৩য় দফায় ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত। তলিয়ে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত জনজীবন, গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছেন অনেকেই, অসহায়দের ঘরেও নেই খাবার। আর এই অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে ‘গরিব এন্ড এতিম ট্রাস্ট ইউকের অর্থায়নে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পানিবন্দী এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। দিনব্যাপী সমাজসেবক মাওলানা দেলওয়ার হোসেন র বিশেষ পরিচালনায় ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিয়ে তলিয়ে যাওয়া বাড়িতে বাড়িতে গিয়ে চাল, পেয়াজ, আলু বিতরন করা হয়।
বিতরন র সময় উপস্হিত ছিলেন, সমাজসেবক মাওঃ হাসান আহমদ, মাওঃ আখলাক হোসেন, হাফিজ আতাউল্লাহ, ছাত্রনেতা সাহাদাত হোসেন, আব্দুল মনাফ, আব্দুল বারি, যুবনেতা সবুজ আহমদ, হাফিজ কদ্দুস, আলিম উদ্দিন নেওয়াজ প্রমুখ।