ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: কবি কথাসাহিত্যিক পাঠক মহল গত ১মে-১৯ এই সাহিত্য শিশুটির জন্ম হয়েছিল পরিকল্পিত পরিবার গঠন ও সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বিভাগীয় কার্যক্রমের সাহিত্যালোকের প্রচার-প্রচারণা লক্ষ্যে প্রতিপাদ্য বিষয় ছোট পরিবার সুখী পরিবার, হোক সকলের মূল অঙ্গীকার। একজন মনে প্রাণে সাহিত্য প্রেমী উন্নত ও সৃজনশীল মনের মানুষের আকাঙ্ক্ষিত ভালোবাসার মনে ঔরসজাত বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সাহিত্যপ্রেমী শিবেন চন্দ্র দাস প্রতিষ্ঠা করেন এবং একদল সাহিত্য প্রেমিকের সৃজনশীলতায় বাংলা সাহিত্য জগতের এক মুখরিত আস্থাস্থলে প্রতিনিয়ত বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে বিচরণ করছে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন জাতীয দিবস, এবং কোভিট-১৯ মোকাবেলায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে বিভাগের ২২টি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা বিবেচনা পূর্বক সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। এই প্রতিষ্ঠানটি পরিচালক এবং উপদেষ্টাদের সময়ের দাবীর কারণেই একটি কমিটি গঠন করা আবশ্যিকতায় পরিণত হয়,তারই ফলশ্রুতিতে অদ্য-২৫ আগষ্ঠ-২০ খ্রীঃ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ- ২০২০ গঠিত সাপেক্ষে অদ্য-২৫আগষ্ঠ ২০ইং হতে তিন বছরের জন্য ৪১(একচল্লিশ) সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।সভাপতি শিবেন দাস বলেন, সবাইকে বাপসাওসপ পরিবারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করছি।তিনি বলেন প্রাণের এই প্রতিষ্ঠানে বিশুদ্ধ সাহিত্য ও সংস্কৃতিচর্চা অব্যাহত রেখে সকলের আন্তরিক প্রচেষ্টা, মেধা,শ্রম মননে এই পর্যায়ে এসেছে। যেকোন সংগঠনের জন্য কমিটি থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরাও তাই চেয়েছিলাম কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় কমিটি দাঁড় করানো এতদিন সম্ভব হয়নি। কমিটি এখন সময়ের দাবীতে পরিণত অন্যদিকে বৈশ্বিক মহামারি কোভিট,,-১৯ জনিত কারণে সভা আহ্বান সম্ভব নয় তাই কালবিলম্ব না করে সংগঠনের প্রথম পূর্ণাঙ্গ কমিটি দিতে দেরী করলাম না। প্রথম কমিটি তাই অনেক ভুলত্রুটি থাকবে, সবার গ্রহণযোগ্য মর্যাদা দিতে সক্ষম হইনি। আগামীতে সকলের সার্বিক সহযোগিতায় এ সংগঠন আরো ভালো কিছু উপহার দেবে এবং সমৃদ্ধ হবে এমন আশাবাদ ব্যক্ত করে দৃষ্টির অগোচরের সকল ভুল-ক্রটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে চেয়েছেন শিবেন দাস ,পরিশেষে তিনি সবার জন্য শুভকামনা ও সুস্থ জীবন কামনা করেন।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, এর কেন্দ্রীয় উপদেষ্ঠা ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ –২০২০খ্রী. নিম্নরূপঃ- কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীঃউপদেষ্টা – ডাঃ মোঃ মাহমুদুর রহমান, উপপরিচালক (সিএস) এবং প্রোগ্রাম ম্যানেজার ক্লিনিক্যাল কণ্ট্রাসেপশন সার্ভিসেস, ডেলিভারী প্রোগ্রামার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৬ কাওরান বাজার, ঢাকা।
উপদেষ্টা : মোঃ মাহমুদুর রহমান চৌধুরী সহকারী পরিচালক (ডিডিও) অর্থ ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। উপদেষ্টা :আবুল মনসুর আসজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিলেট সদর,সিলেট। উপদেষ্টা: তপন কান্তি ঘোষ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট। উপদেষ্টা: মোঃ সাদিক মিয়া মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)কোম্পানীগঞ্জ, সিলেট।কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ –২০২০খ্রী.
সভাপতি কবি শিবেন চন্দ্র দাস (প্রতিষ্ঠাতা) উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী গোয়াইনঘাট, সিলেট। সিনিয়র সহঃ সভাপতি কবি সাহনিন সুলতানা ( ঢাকা বিভাগ) উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।সিনিয়র সহঃ সভাপতি
কবি হাবিবা বেগম (রংপুর বিভাগ)পরিবার কল্যাণ পরিদর্শিকা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, সহঃ সভাপতি পৃষ্ঠপোষক শাহনাজ সুলতানা (চট্টঃবিঃ) পরিবার কল্যাণ পরিদর্শিকা খাগড়াছড়ি, সহঃ সভাপতি কবি কৃষ্ণা সুতার (বরিশাল বিভাগ)পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহঃ সভাপতি কবি অঞ্জলী রাণী খাঁ (খুলনা বিভাগ পরিবার কল্যাণ পরিদর্শিকা। সহঃ সভাপতি কবি লুৎফুন নাহার (ময়মনসিংহ বিঃ)পরিবার কল্যাণ পরিদর্শিকা নকলা, শেরপুর, সহ-সভাপতি কবি মোঃ শাহজাহান সিদ্দিক সিলেট বিভাগ পরিবার পরিকল্পনা পরিদর্শক গোয়াইনঘাট, সিলেট, সহঃ সভাপতি কবি জনাব মোঃ আনোয়ার হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কোম্পানীগঞ্জ, নোয়াখালী, সহঃ সভাপতি কবি জনাব এইচএম জাকির হোসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সদর,চাঁদপুর, সাধারণ সম্পাদক কবি জনাব মোহাম্মদ আব্দুল গণি পরিচালক(নিরীক্ষা) মহোদয়ের ব্যক্তিগত সহকারী (পি.এ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পৃষ্ঠপোষক মোঃ এনামুল হক মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারী (পি.এ) পঃপঃ অধিদপ্তর সহঃ সাধারণ সম্পাদক কবি আঞ্জুমানারা লাকী (রাজশাহী বিঃ) ফিমেল মেডিকেল এ্যাটেন্ডেন্ট অফিস সহকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ঠাকুরগাঁও, সাংগঠনিক সম্পাদক কবি সুমিত্রা চৌধুর পরিবার কল্যাণ পরিদর্শিকা দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি ফাতেহা আক্তার পরিবার কল্যাণ সহকারী পৌরসভা সুনামগঞ্জ, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি মোছাঃ ফৌজিয়া খানম (রিনি) পরিবার কল্যাণ সহকারী শাজাহানপুর বগুড়া, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি সুরত নুর ডেইজি পরিবার কল্যাণ পরিদর্শিকা দেবীগঞ্জ পঞ্চগড়, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি রফিক উল আলম ফার্মাসিস্ট গৌরিগ্রাম সাঁথিয়া পাবনা, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি সুজয় বড়ুয়া পরিবার পরিকল্পনা পরিদর্শিক চট্টগ্রাম, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি শেখ নুসরাত জাহান পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আজমপুর সদর কুষ্টিয়া, সহঃ সাংগঠনিক সম্পাদক কবি মঈন উদ্দিন সিলেট পরিবার পরিকল্পনা পরিদর্শক সুনামগঞ্জ, অর্থ সম্পাদক সন্তোষ রঞ্জন দাস পরিবার পরিকল্পনা পরিদর্শক বালাগঞ্জ সিলেট, সহঃ-অর্থ সম্পাদক পৃষ্ঠপোষক শিল্পি ভৌমিক উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি পরিবার পররিকল্পনা অধিদপ্তর প্রচার ও প্রকাশনা কবি নূর আহমদ পরিবার পরিকল্পনা পরিদর্শক গোয়াইনঘাট সিলেট, সহঃ প্রচার ও প্রকাশনা কবি জাহানারা আরজু রুবলী পরিবার কল্যাণ সহকারী সুন্দরগঞ্জ গাইবান্দা, দপ্তর সম্পাদক কবি জিয়াউর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক পটিয়া চট্টগ্রাম, সহঃ দপ্তর সম্পাদক কবি পারভীন খাতুন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টাঙ্গাইল, তথ্য ও গবেষণা সম্পাদক কবি সালেহা পারভীন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পিরিজপুর বরিশাল বিভাগ, সমাজ কল্যাণ সম্পাদক কবি বেগম হালিমা আক্তার পরিবার কল্যাণ সহকারী নীলফামারী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শিল্পী মনিকা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রাজনগর মৌলভীবাজার, আইন বিষয়ক সম্পাদক কবি হাবিবুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক ঢাকা, সদস্য কবি মোঃ আতিকুর রহমান সেলিম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পঃপঃঅধিদপ্তর, সদস্য কবি ও শিল্পী মোঃ ইউনুছ আলী এমএলএসএস/নিরাপত্তা প্রহরী, বনপাড়া, নাটোর, সদস্য পাঠক জান্নাতুল ফেরদৌস উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোয়াইনঘাট সিলেট, সদস্য পাঠক রুহুল আমিন মিটন পরিবার পরিকল্পনা অধিদপ্তর,সিসিএসডিপি, সদস্য কবি রহমত আরা বেগম পরিবার কল্যাণ পরিদর্শিকা ফুলবাড়ী দিনাজপুর, সদস্য কবি মালা রানী পাল পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নালিতাবাড়ী শেরপুর, সদস্র কবি শুভ্রা রানী সাহাপরিবার কল্যাণ পরিদর্শিকা বিরল দিনাজপুর, সদস্য কবি জনাব জনাব মঞ্জুর রহমান উচ্চমান সহকারী কেন্দ্রীয় পণ্যাগার মহাখালী ঢাকা, সদস্য মোহাম্মদ আরিফুল হুদা পরিবার পরিকল্পনা পরিদর্শক লোহাগাড়া চট্টগ্রাম।