গোয়াইনঘাট প্রচ্ছদ

বাজারে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৫হাজার টাকা জরিমানা আদায় !

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে নিত্য পণ্যের মূল্য বেশি রাখার কারণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায়  উপজেলার আহার কান্দি বাজারে অভিযানকালে এক দোকানদারকে মেয়াদ উর্ত্তীন ম্যাংগো জুস  রাখার দায়ে ত্রিশ হাজা ( ৩০০০) টাকা জরিমানা এবং বারহাল বাজারে এক দোকানদারকে ট্রেড লাইসেন্স না থাকায় ও নকল  পন্য সামগ্রী রাখার দায়ে দুই হাজার ( ২০০০) হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপর দিকে পৃথক অভিযানে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানের দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে অভ্যাগতদের প্রস্থান করতে বাধ্য করা হয়। সামাজিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ জীবনাচার বিবেচনায়  কোন শাস্তি/ জরিমানা আরোপ না করে নিবৃত্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে বাধ্য করা হয়েছে।

এব্যাপারে ইউএনও নাজমুস সাকিব ডেইলি গোয়াইনঘাটকে জানান, দেশে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র করোনা ভাইরাসের অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ সব ধরনের পণ্যে পর্যাপ্ত পরিমাণে মূল্যবৃদ্ধির করেছে। এরই প্রেক্ষিতে উপজেলার আহারকান্দি বাজার ও বারহারল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিগত কয়েক দিনে অভিযানের ফলে পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। ক্রমান্বয়ে উপজেলার সবকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানকালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর/ নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী, গোয়াইনঘাট থানার এসআই মোঃ আব্দুল মান্নানসহ আনসার ভিডিপি সদস্যরা।

উল্লেখ্য বিভিন্ন বাজারে অভিযান শেষে ইউএনও নাজমুস সাকিব উপস্থিত জনসাধারণের মাঝে covit 19 বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *