গোয়াইনঘাট প্রচ্ছদ

বিছনাকান্দিতে গভীর রাতে বজ্রপাতে প্রাণ গেল দুই রাখালের ? আহত ২

গোয়াইনঘাট ( সিলেট) প্রতিনিধিঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই রাখাল গুরুতর আহত হয়েছেন। গোয়াইনঘাট থানা পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন উপজেলার রস্থমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নুর মিয়া (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসমাঈল মিয়ার পুত্র শরীফ উদ্দিন ওরফে ময়না মিয়া (২৮)। আহতরা হলেন একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর পুত্র আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের পুত্র জামাল উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বাজার শেষে বাড়ী ফেরার পথে আনফরের ভাঙ্গা নামক স্থানে পৌছামাত্র হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হলে স্থানীয় নুর মিয়া ও ময়না মিয়া ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন। এঘটনায় স্থানীয়রা শরীফ উদ্দিন ও আমির উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যান।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটির সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপরে উপজেলার ১নং রুস্থমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব জানান, বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, বজ্রপাতের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ও একদল পুলিশকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে বজ্রপাতে নিহত লাশ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। এঘটনায় নিহত এবং হতাহতরা স্থানীয় এলাকার গরু রাখাল ছিলেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *