ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রসাশনের ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন। যতাযোগ্য মর্যাদায় সকল সরকারী আধা সরকারী, বেসরকারী ভবন, প্রতিষ্টান বাসভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউট, কাপ দলের কোচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন।
সকাল ১০টায় একই মাঠে শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা, একই সময়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জাফলং,বারহাল হাটগ্রাম শহীদ স্মৃতিস্থম্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পন। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্বা ও শহীদ মুক্তিযোদ্বা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্টান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বত্তোম ব্যাবহার শীর্ষক আলোচনা সভা।
দুপুর দেড় টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের খাবার পরিবেশন। বাদ জোহর সুবিদাজনক সময়ে সন্ত্রাস,জঙ্গিবাদ,গুজব ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতীর শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা এবং মুক্তিযোদ্ধে শহীদ, আত্মদানকারী, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জায় মোনাজাত প্রার্থনা।
দুপুর ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহিলা সমাবেশ ক্রীড়ানুষ্টান। বিকেল ৪টায় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফটবল ম্যাচ, ৫টায় উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধ বিষয়ক প্রামান্য চলচিত্র প্রদর্শনী। সন্ধা ৬টায় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জাপন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন শেষে সন্ধা ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে।
এ সকল অনুষ্টানে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।