বিনোদন

বিরতীর পর কাজে ফিরছেন রেসি

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::-কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে আছেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন চলচ্চিত্রের এক সময়ের দাপটে অভিনেত্রী। দির্ঘদিন বিরতি ভেঙে এবার ফিরছেন কাজে। অভিনয় করতে যাচ্ছেন রকিবুল ইসলাম রাকিবের ছবিতে। নাম ‘ইয়েস ম্যাডাম” রেসি বলেন, এতদিন অনেক ছবিতেই কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে গল্প ও চরিত্র পছন্দ হয়নি বলে অভিনয় করা হয়নি, অপেক্ষায় ছিলাম। “ইয়েস ম্যাডাম” ছবির গল্পটি পছন্দ হয়েছে, তাই এতে অভিনয় করছি। গতকালই চুক্তিবদ্ধ হয়েছি। আর আগামী ২০ ডিসেম্বর থেকে এর শুটিংয়ে অংশ নেব।

এ দিকে লেডি অ্যাকশন ঘরানার ছবি ‘ইয়েস ম্যাডাম’ প্রযোজনা করছে টুঙ্গিপাড়া ফিল্মস। রেসি ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। আর দুই ভিলেন চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

এর আগে, ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে চিত্রনায়িকা পপির অভিনয়ের কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার পরিবর্তে এতে নেওয়া হয়েছে কেয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *