গোয়াইনঘাট প্রচ্ছদ

বিয়ানীবাজার থানার নবাগত ওসি হিল্লোল রায়

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::  বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন হিল্লোল রায়। এর আগে তিনি সিলেটের গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

উল্লেখ্য,বিয়ানীবাজার থানার সদ্য বিদায়ী ওসি অবনী শংকরের আবেদনের প্রেক্ষিতে তাকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়। বিয়ানীবাজার থানায় ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর যোগদানের পর থেকে ওসি অবণী শংকর কর। তার সময়ে বিয়ানীবাজারে ক্রস ফায়ারে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত হয়েছে। একই সাথে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন ঝামেলা ছাড়া সম্পন্ন করেন।এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল ও আরো নানাকারণে তিনি একাধিকবার সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার লাভ করেন। চলমান করোনা পরিস্থিতির শুরুর দিকে লকডাউন কার্যকর ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *