ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ করে মৌন প্রার্থনা করা হয়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজীবন লড়াই করে যাওয়া একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।কেন্দ্রীয় শিব মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মৌন প্রার্থনায় নেতৃবৃন্দরা বলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪নম্বর সেক্টরের কমান্ডার। তিনি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। এ দেশ নিয়ে তিনি সব সময় স্বপ্ন দেখতেন। কত প্রতিকূল পরিস্থিতিতে তিনি দেশের জন্য লড়াই করেছেন। তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন সংগঠক। দেশের যে কোনো ক্রান্তিকালে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রণাঙ্গনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। জাতির পিতার যে স্বপ্ন, অসাম্প্রদায়িক বাংলাদেশে তার অনন্য ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মৌন প্রার্থনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সুবাস চন্দ্র পাল ছানা, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক গোপাল কৃষ্ণ দে চন্দন, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক নিত্যানন্দ দাস নিতাই, উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব সুলাল কান্ত দে, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রণজিৎ চন্দ সন্তুস, প্রশান্ত দেব টিপলু, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা আহবায়ক কমিটির সদস্য সুবাস দাস, মাষ্টার গোপাল রায়, রায়চান প্রমূখ।