ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: করোনাভাইরাসের কারণে নিজ নিজ গৃহে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যদ্রব্য নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলার জাফলং চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, সরকারের পাশা পাশি সমাজের বিত্তবান/ সামর্থ্যবানদের দেশের এ ক্রান্তিলগ্নে এগিয়ে আসা উচিত। যেসব লোক দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসায়ী আয়ের উৎস বন্ধ থাকার কারণে এদের অবস্থা আরোও শোচনীয় পর্যায়ে চলে যেতে পারে।
তাই বিত্তবান/ সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘরে বন্দি থাকা অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী যে যা পারেন তাই নিয়ে অসহায় মানুষকে সাহায্য করার উদাত্ত আহবান জানাচ্ছি।