গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সোনাটিল্লা সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মটর ডাল মজুদ করায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়। এবং এ কাজে জরিত থাকার অভিযোগে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তামাবিল বিওপির কোম্পানীর কমান্ডার কাজী আব্দুল বাছেদ, গোয়াইনঘাট থানার এস আই আব্দুল আহাদ, এ এস আই রুহুল আমিন, ট্যুরিস্ট পুলিশের এ এস আই আবু সালেহসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে মজুদকৃত মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এবং এ কাজে জরিত থাকার অভিযোগে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সীমান্তে এসব অপরাধ ঠেকাতে প্রশাসন, পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানান তিনি আরও বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে।