ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে প্রতিবছরের মতো এবারও অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯আগস্ট) বেলা ২টায় গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে মহড়ায় অংশ নেয় গোয়াইনঘাট থানা পুলিশ। প্রশিক্ষণ মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, ইন্সপেক্টর তদন্ত দিলিপ নাথ, সেকেন্ড অফিসার প্রলয় রায়, জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার রবিউল ইসলাম এবং থানার সকল অফিসার ফোর্সবৃন্দ।
