গোয়াইনঘাট হোম

ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য গোয়াইনঘাট থানায় ফায়ার সার্ভিসের মহড়া

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে প্রতিবছরের মতো এবারও অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯আগস্ট) বেলা ২টায় গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে মহড়ায় অংশ নেয় গোয়াইনঘাট থানা পুলিশ। প্রশিক্ষণ মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, ইন্সপেক্টর তদন্ত দিলিপ নাথ, সেকেন্ড অফিসার প্রলয় রায়, জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার রবিউল ইসলাম এবং থানার সকল অফিসার ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *