গোয়াইনঘাট প্রচ্ছদ

সকাল থেকে রাতে কাঁধে করে ত্রান নিয়ে অসহায়ের দুয়ারে ভাইস চেয়ারম্যান কয়েছ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: (কোভিট- ১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী কোটি কোটি মানুষের সময় কাটছে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর এ গৃহে বন্দী মানুষ গুলোর পাশে দাড়াতে ভোঁর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এপ্রান্ত থেকে ওপ্রান্ত ফেরিওয়ালার মতো নিজ কাঁধে অসহায়ের ত্রাণ বহন করে ছুটছেন তো ছুটছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছে।

দেশের চলমান সময়ে যারা গৃহে অবস্থান করছেন বিশেষ করে খেটে খাওয়া কর্মজীবী ও শ্রমজীবি পারিবারের কথা চিন্তা করে। গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০ টা থেকে খেটে খাওয়া মানুষের জন্য নিজ কাঁধে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উন্নয়ন সংগ্রামের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

উন্নয়ন সংগ্রামের পক্ষে ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের অনেক বিত্তবানরা ঘরে বসে আসেন। যারা অসহায় মানুষের পাশে দাড়ানোর ক্ষমতা রাখেন দেরি না করে অসহায় মানুষের পাশে দাড়াতে অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সাথে ত্রান বিতরণকারী টিম ব্যাতিত সবাইকে যার যার ঘরে থাকার আহবানও জানান ভাইস চেয়ারম্যান।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, যথেষ্ট ত্রাণ সামগ্রী  রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে হাওর অঞ্চলের মানুষের পাশে দাড়াতে অচিরেই উন্নয়ন সংগ্রাম পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

ত্রান বিতরণে এসময় উপস্থিত ছিলেন রাধানগর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ছমির উদ্দিন, আলহাজ্ব রফিক উদ্দিন, মাওলানা জিয়াউর রহমান কাওছার, মাওলানা কাউছার বিন আনিস, হাফিজ এহসান উল্লাহ, নাবিল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *