রাজনীতি হোম

মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থী সুবাস চন্দ্র পাল ছানাকে সমর্থন দিলেন আরশ আলী কালা মিয়া

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, ১১নং মধ্য জাফলং ও ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নসহ ৪টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন দাখিল করেছেন বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীরা। এতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন পত্র নির্বাচন কমিশন গোয়াইনঘাট বরাবরে দাখিল করেছেন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী কালা মিয়া।মঙ্গলবার (১১অক্টোবর) বিকেল ৩টায় আলহাজ্ব আরশ আলী কালা মিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি আবেদনপত্রে স্বেচ্ছায় পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনপত্র দাখিল শেষে গণমাধ্যমকর্মীদের জানান, রাজনীতির মাঠে ঐক্যের কোনো বিকল্প নেই, এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় সম্প্রতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নৌকার প্রার্থী সুবাস চন্দ্র পাল ছানাকে সমর্থন দিয়েছেন। এর আগে সদর ইউনিয়নের নৌকার প্রার্থী সুবাস চন্দ্র পাল ছানা’র সঙ্গে হাত মিলিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।আরশ আলী কালা মিয়া আর-ও বলেন, ‘আমার পরিবার আওয়ামী রাজনীতির পরিবার। আমি গোয়াইনঘাটের মানুষকে সেবা দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। তবে দল আমাকে মনোনয়ন না দিয়ে সুবাস চন্দ্র পাল ছানাকে মনোনয়ন দিয়েছে। তাই আমি নিজ ইচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছি। নৌকার বিজয় নিশ্চিত করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *