গোয়াইনঘাট প্রচ্ছদ

মন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ও ইউনিয়নে সচেতনতা তৈরিতে কমিটি গঠন করলেন ইউএনও সাকিব

জৈষ্ঠ প্রতিবেদক :: করোনা ভাইরাস সম্পর্কে সচেতন মন্ত্রীর সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, সম্প্রতি সময়ে চীনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যত বাড়ছে, বিশ্বের অন্য দেশগুলোতেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি জানান, এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সম্পর্কে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে,করোনা সাধারণ ফ্লু বা ঠাণ্ডা লাগার মতোই প্রথমে আক্রমণ করে ফুসফুসে। এই ভাইরাস থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে তা মারাত্মক আকার ধারণ করে। যার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই অন্য জনের মধ্যে এই ভাইরাস ছড়ায়। শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে বলে তিনি জানান, রোগীর ব্যবহার করা জিনিস থেকেও এই রোগ হতে পারে।

তিনি করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে বলেন, খুব সাধারণ কিছু নিয়ম মানলেই এড়ানো যাবে এই সংক্রমণ। রোগী কাছ থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন। ডিম, মাংস ভালো করে রান্না করে খেতে হবে। রোগীর থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ ;জানান তিনি। ইউএনও নাজমুস সাকিব আরো জানান, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমরা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে করোনা ভাইরাস প্রদূর্ভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য সচেতনতা মূলক নামা কার্যক্রম বাস্তবায়ন করছি।

করোনা ভাইরাসে করনীয় সম্পর্কে অবহিত করার জন্য লিফলেট বিতরণ এবং উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয় জনগোষ্ঠীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তাছাড়া করোনা ভাইরাস সম্পর্কে যথাযথ বিধি অনুযায়ী সচেতনতা মূলক কার্যক্রম তদারকি করতে সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলায় একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রমের তদারকির দায়িত্বে রয়েছেন রুস্তুমপুর ইউনিয়নে সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া, পশ্চিম জাফলং ইউনিয়নে পজীপ কর্মকর্তা সুশান্ত কুমার দাস, পুর্ব জাফলং ইউনিয়নে শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, লেঙ্গুড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম, আলীরগাওঁ ইউনিয়নে একটি বাড়ী একটি খামারের উপজেলা সমন্বয়ক আব্দুল হাকিম,ফতেহপুর ইউনিয়নে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়,নন্দীরগাওঁ ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্যামল কুমার রায়,তোয়াকুল ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম ও উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্ব পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অপর দিকে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে উক্ত কমিটির সদস্য সচিব। সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। কমিটির অন্যান্য সদস্যগন হলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু কাওসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *