কোম্পানীগঞ্জ হোম

মন্ত্রী ইমরানকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি আ.লীগ নেতার, পরে দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি খুলে না দিলে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- এমন হুমকি দিয়ে পরে দুঃখপ্রকাশ করেছেন এক আওয়ামী লীগ নেতা। সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়া ঐ আওয়ামী লীগ নেতা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

শুক্রবার(২১জানুয়ারী) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী আলকাছ আলীর সমর্থনে আয়োজিত সমাবেশে এ হুমকি দেন তিনি। এক দিন পর শনিবার থেকে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে শনিবার রাত ১০টার দিকে তিনি তার ফেসবুকে এক পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সভায় শামীম আহমদ বলছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিলে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে আলোচনা করে কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেন তাহলে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করব। ওই সময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে, মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার ওই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এর জন্য ক্ষমা চান তিনি। পোস্টে তিনি লেখেন-‘সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গতকাল নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার বক্তব্যে ভুলক্রমে একটি কথা চলে আসছে যাহা সম্প‍ূর্ণভাবে আমার অনিচ্ছায়, এজন্যই আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই ভুল বক্তব্যকে ভুল হিসেবে বিবেচনা করবেন। উল্লেখ্য আগামী ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *