গোয়াইনঘাট হোম

মরণ ফাঁদে দাঁড়িয়ে আছে ব্রীজ ! ঝুকিপূর্ণ অবস্থায় চলছে পথচারী ও যানবাহন

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলতৈছ গ্রামের প্রধান রাস্তায় একটি ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে প্রতিদিন পার হচ্ছে শতশত পথচারী, স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও যানবাহনসহ গবাধি পশশু। গ্রামের মধ্যবর্তী স্থানে এ ব্রীজটি অবস্থিত হওয়ার কারনে বিকল্প কোন রাস্তা দিয়ে জনসাধারনের চলাচল সম্ভব নয়। ব্রীজের ঠিক  সামনেই রয়েছে ফুলতৈছ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলতৈছ নূরানী মাদ্রাসা ও খাগালি বাজার ভায়া তোয়াকুল রাস্তা। ব্রীজটির দুই পাশের রেলিং বিহীন ঝুঁকিপূর্ণ এ ব্রীজের উপর দিয়ে বিদ্যালয়, মাদ্রাসাগামী শিক্ষার্থী,গবাধিপশু ও গ্রামের সর্বস্তরের জনসাধারণ ছাড়াও এলাকার লোকজন যানবাহন নিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত। দুঃখজনক হলেও সত্য যে কয়েক দিন আগে ছোট এ ব্রীজটির দু-পাশের রেলিং না থাকার কারনে গ্রামের গরিব কৃষকের একটি গরু ব্রীজ থেকে নীচে পড়ে গিয়ে মারা যায় এবং যাত্রীবাহী টমটম খাদে পড়ে কয়েকজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।সরেজমিনে দেখা যায়, বেশ কয়েক বছর আগের নির্মান করা এ ব্রীজটি পূরনো হওয়ার কারণে মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়ে আছে। যে কোন সময় যাত্রীবাহী গাড়ি নিয়ে ধ্বসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীরা জনপ্রতিনিধিদের কাছে বার বার ব্রীজটি মেরামত কিংবা পূর্ণ নির্মান করার দাবি জানালেও কোন প্রতিকার হচ্ছেনা মর্মে ব্যাপক অভিযোগ তুলেছেন। সচেতন মহলের দাবি, প্রতি পাঁচ বছর পরপর জনপ্রতিনিধির পরিবর্তন হলেও এ ব্রীজের কোন পরিবর্তন হয়না। সর্বপূরী গ্রামের প্রধান রাস্তার ছোট এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি দ্রুত পূর্ন নির্মান না হলে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটার সম্ভাবনা  রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *