গোয়াইনঘাট প্রচ্ছদ

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১’র সফল উৎক্ষেপণ হয়েছিল : উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: ঐতিহাসিক ১১মে, আমেরিকার সময় অনুসারে ২০১৮ সালের এ দিনে বাংলাদেশের মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর সফল উৎক্ষেপণ হয়েছিল। এ এক ঐতিহাসিক মুহুর্ত, ঐতিহাসিক এ মাহেন্দ্রক্ষণের চাক্ষুষ স্বাক্ষী হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এ দিন আনন্দ-উদ্বেগ আর উচ্ছ্বাসে উদ্বেলিত ছিলো দেশ  ও প্রবাসের কোটি কোটি মানু্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়,তাঁর স্ত্রী-কন্যা ছাড়াও এ মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন তৎকালীন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি, তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বাংলাদেশ সরকারের প্রায় ৪২ সদস্যের একটি প্রতিনিধি দল আর শতাধিক প্রবাসী বাংলাদেশী উৎক্ষেপণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর কেনেডী স্পেস সেন্টার তথা স্পেস এক্সের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দৃশ্য স্বচক্ষে অবলোকন করে কালের স্বাক্ষী হয়ে যারা রইলেন তাদের মধ্যে নিজেও একজন। এ মাহেদ্রক্ষণটির অপেক্ষায় ছিল পুরো জাতি, অপেক্ষায় ছিল পুরো বিশ্বের প্রবাসী বাংলাদেশী। মহাকাশে ভালো থাকুক স্যাটেলাইট-১ , বেঁচে থাকুক প্রিয় নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার বাংলাদেশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *