ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ , মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে নিরোধে কঠিন হুসিয়ারী দিয়েছেন। মাদক, ইভটিজিং এবং বাল্যবিয়ে কোন অবস্থাতেই গোয়াইনঘাটের মাঠিতে ঠাঁই হবে না এগুলো সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এসবে ইতিপূর্বে যে বা যারা আক্রান্ত হয়েছে তাদের সুন্দর স্বপ্নীল জীবন অকালে ধ্বংস হয়ে গেছে। তাই এসব ব্যাধিতে কোনভাবে নিজেকে জড়ানো যাবেনা। স্বার্বক্ষনিক এসকল বিষয়ে সবাইকে বিরত থাকতে হবে। অপরদিকে মানসম্মত শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে নিজেকে দেশ ও দশের সেবায় মেলে ধরতে হবে। পুলিশ বিভাগ এবং প্রশাসন জনগণের সুখে-দুঃখে পাশে ছিল আগামীতেও থাকবে। তাই আপনাদের যেকোন প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে থানায় আসুন ? আমরা ঐকান্তিকতার সহিত আপনাদের সমস্যা নিরসনে অঙ্গিকারবদ্ধ। বুধবার জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গুজব, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন তিনি।
জনসচেতনতামূলক সভায় আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, এএসআই রাজিব রায়, বিদ্যালয়ের দাতা সদস্য লুৎফুর রহমান আলম, ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী, বদরুল ইসলাম, সহকারি অধ্যক্ষ বেলাল উদ্দিন, শিক্ষক নজরুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। সভা শেষে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের শপথ বাক্য পাঠ করান।