ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু করোনার কারণে দেশব্যাপী অত্যন্ত সীমিত পরিসরে দিবসটি পালন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকবিরোধী প্রচার কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের সর্বব্যাপী বিস্তার ঠেকিয়ে তরুণ প্রজন্মকে এর অভিশাপ থেকে রক্ষায় বাংলাদেশে ২০১৮ সালের ৪মে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করে র্যাব। এরপর পুলিশসহ অন্যান্য সংস্থাও মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে এখন পর্যন্ত কয়েকশ’ ব্যক্তি মাদক কারবারে জড়িত থাকায় অভিযুক্ত হিসেবে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়। গ্রেপ্তার হয় কয়েক হাজার। তবুও মাদক নির্মূল করা যায়নি।তাই এ প্রতিপাদ্যকে সফল করতে দেশব্যাপী অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হবে। এলক্ষ্য গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা আগামী (২৬জুন) ২০২১ সকাল ১১ঘটিকায় এক সাতার প্রতিযোগীতার আয়োজন করতে যাচ্ছে। উক্ত সাতার প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার সকল ইউনিয়ন থেকে সাতার প্রতিযোগীদের অংশগ্রহন করার জন্য আহবান করা যাচ্ছে। সাতার প্রতিযোগিতার স্থান হিসেবে গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন এর সামনের পুকুরকে বেছে নেওয়া হয়েছে।
