ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে হলে আমাদের সকলকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রযুক্তি এখন বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসছে। তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। তিনি এসময় অভিভাবকদের অনুরোধ করে বলেন, প্রাথমিক শিক্ষার্জনে ছেলে মেয়েদের প্রতি আরোও যত্নবান হতে হবে। তারা যেন বিপথগামী না হয় সে ক্ষেত্রে তাদেরকে মানসম্মত শিক্ষার্জনে ব্যাপক উৎসাহ দিতে হবে । তাদের পিঠচাপরে বলতে হবে তোমার জন্য অপেক্ষা করছে একটি সুন্দর প্রযুক্তি নির্ভর আগামী। পাশাপাশি একজন পূর্নাঙ্গ মানুষ রূপে গড়ে উঠতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। সে জন্য বর্তমান সরকার দেশে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের খেলা ধূলায় মনোনিবেশ করতে অগ্রনি ভূমিকা রাখছে। ভাষার মাসে মুক্তিযোদ্বের চেতনায় এ দেশ আরোও একধাপ এগিয়ে যাবে। তিনি গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলিম উদ্দিন’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসনাত জুয়েল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া,পশ্চিম জাফলং ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর নূর, এম এ রহিম,১০নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও অতিথি বৃন্দরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।