খেলাধূলা গোয়াইনঘাট প্রচ্ছদ

মানুুষের মেধা বিকাশের জন্য খেলা ধুলার গুরুত্ব অপরিসীম চেয়াম্যান মোহাম্মদ ফারুক আহদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান মোহাম্মদ ফারুক আহদ বলেছেন, মানুুষের মেধা বিকাশের জন্য খেলা ধুলার গুরুত্ব অপরিসীম। একজন মানূষকে সুস্থ স্বাভাবিকভাবে দীর্ঘ দিন এ ধরণীর বুকে বেচেঁ থাকতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। সোমবার বিকেল ৪টায় ১২তম জাঙ্গাইল ক্রিকেট বোর্ড (জেসিবি)’র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’র ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খেলায় সালুটিকর ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দোয়েল ক্রিকেট দল রানার্স আপ হয়। অত্যন্ত প্রাণবন্ত ও হাজার হাজার দর্শকের সমাগমে উৎফুল্ল ম্যাচে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ওলিউর রহমান চৌধুরী বকুল, ৮নং তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ স্থানীয় এলাকার বিশিষ্ট জনসাধারণ।

উল্লেখ্য আগামী ১৩তম আসরে বাংলাদেশের সফল অধিনায়ক ক্রিকেট জগতের জীবন্ত কিংবদন্তী মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে আসার সকল ব্যবস্থা করবেন বলে আশরাফুল ঘোষণা দেন। এসময় সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠকে ক্রিকেট খেলার জন্য উপযোগী একটি মাঠ ও পিচ নির্মাণ করার জন্য চেয়াম্যান মোহাম্মদ ফারুক আহদ ও ইউপি চেয়ারম্যান খেলোয়াড়দের আশ্বস্থ করেন । জাঙ্গাইল ক্রিকেট বোর্ড (জেসিবি)’র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’র ফাইনাল খেলায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছাড়াও গোয়াইনঘাট উপজেলাসহ দূর-দূরান্ত থেকে আগত খেলোয়াড় ও দর্শকদের গোয়াইনঘাট বাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান চেয়াম্যান মোহাম্মদ ফারুক আহদ। উল্লেখ্য খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *