ডেইলি গোয়াইনঘাট ডেস্ক: : এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকার ২০২০ খ্রিস্টাব্দকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। বুধবার ১ লা (জানুয়ারি) ২০২০ খ্রিস্টাব্দের প্রথম দিন ছিলো। মুজিব বর্ষের প্রথম দিনের শুভ সূচনা লগ্ন থেকে সারাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরদের হাতে সরকার বিনামূল্যে বই প্রদান করছে। তারই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্টান গুলো বই উৎসবের আমেজে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে। ২০২০ খ্রিস্টাব্দে গোয়াইনঘাট উপজেলায় সাড়ে ৭ লাখ বই বিতরণ করা হয়েছে। ১৩৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৩ টি কিন্ডার গার্টেন, ২১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আরো ৬ টি প্রতিষ্টানের
৬৩ হাজার ১২৫ শিক্ষার্থীদের হাতে ২ লাখ ৬৬ হাজার ৩৭০ টি বই বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়,৩ টি জুনিয়র বিদ্যালয় ও ৯ টি মাদরাসার ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে ৪ লা ৮৩ হাজার বই বিতরণ করা হয়েছে। বুধবার ১ জানুয়ারি সকাল ৯ ঘটিকা থেকে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো ইকবাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল মুনিম, তোয়াকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্বাস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো সিরাজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, ইকবাল হোসেন হীরা, এম,এ,লতিফ, সাবেক ইউপি সদস্য মো বিলাল উদ্দিন, লাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মনজির আহমদ চৌধুরী, যুবলীগের সভাপতি নুরুল মুমিন জাহেদ, সমাজ সেবী মোঃ রুহুল আমীন,তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, সহকারী শিক্ষক সোহেল আহমদ,
পৃথক ভাবে,
উপজেলার গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকুর উচ্চ বিদ্যালয়, লামা দুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডার গার্টেন, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডিএন উচ্চবিদ্যালয় ও কলেজ, সোনার বাংলা উচ্চবিদ্যালয়,পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়,তোয়াকুল উচ্চবিদ্যালয়,লাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন।
এব্যায়াপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদরাসার ৯৫ হাজার ১২৫ জন শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৭ লাখ বই বিতরণ করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি প্রতিষ্টানের শিক্ষার্থীর মাঝে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই তুল দেয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্টানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেয়া হয়েছিল। ফলে ২০২০ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি (বুধবার) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টার মধ্যেই উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে বই তুল দেয়া সম্ভব হয়েছে।