জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ মেঘালয় পাহাড়ের পাদদেশ ঘেষা ঝর্ণা বেষ্টিত পর্যটন খ্যাত সিলেট জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর লাল শাপলার রাজ্যে মুজিব জন্মশতবর্ষে বৃক্ষ প্রেমিক ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে শত বৃক্ষ রোপন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার বিকাল ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষ প্রেমিক ও জৈন্তাপুর মডেল থানার যৌথ উদ্যেগে ফলজ, বনজ, ঔষধী ও ফুলের শত বৃক্ষের চারা রোপন করা হয়। শতবৃক্ষের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর সিলেট কানাইঘাট সার্কেল এ,এস,পি আব্দুল করিম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, জৈন্তাপুর সোনালী ব্যাংক‘র ব্যবস্থাপক মোঃ সদরুল আলম, জৈন্তাপুর উপজেলা দূর্নীতি দমন কমিশন (দুদক)‘র সভাপতি ফনি দে, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ‘র সহকারি অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, জৈন্তাপুর ডিবির হাওর বিওপির কমান্ডার দবিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি শোয়েব উদ্দিন, একাত্তরের কথা জৈন্তাপুর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, শাপলা বিল সুরক্ষা কমিটি‘র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সুরক্ষা কমিটির সদস্য মাহমুদ আলী, সাইফুল ইসলাম প্রমূখ।
জৈন্তাপুর সোনালী ব্যাংক‘র ব্যবস্থাপক মোঃ সদরুল আলম ও জৈন্তাপুর উপজেলা দূর্নীতি দমন কমিশন (দুদক)‘র সভাপতি ফনি দে দীর্ঘ দিন হতে উপজেলার বিভিন্ন স্থানে বট বৃক্ষের চারা, তাল গাছের চারা নিরবে রোপন করে বৃক্ষ আন্দোলন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে একটি বড় বট বৃক্ষের চারা রোপনের উদ্যোগ গ্রহন করেন তারা। বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও বৃক্ষ প্রেমিক শ্যামল বনিক জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধী এবং ফুলের শত চারা দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কর্মসূচী পালন করার আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যপারে বৃক্ষপ্রেমিরা বলেন, জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি যদি সেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান এগিয়ে এসে বৃক্ষের চারা রোপন করে তাহলে বিলে আগত পর্যটকরা ছায়া পাবে, পশু-পাখিদের বাসস্থান ও খাদ্যের চাহিদা পূরণ হবে, পাশাপাশি পরিবেশ‘র ভারসাম্য রক্ষা পাবে। নাম মাত্র খরচে শতবৃক্ষের চারা রোপন করে সেচ্ছাসেবীরা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
এছাড়া রোপিত বৃক্ষের চারা সমুহ গুলো আগামী ছয় মাস পরিচর্যা করার দায়িত্ব নেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সদরুল আলম, দূর্নীতি দমন কমিশন (দুদক)‘র সভাপতি ফনি দে, সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, স্থানীয় সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর মডেল থানা পুলিশ, ডিবির হাওর বিজিবি ক্যাম্প ও শাপলা বিল সুরক্ষা কমিটির সদস্যরা।