জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট জৈন্তাপুর উপজেলার মৎস্যজীবী লীগ নিয়ে এম.এম.নবী স্বাক্ষরীত একটি কমিটি ঘোষনা করা হয়। যাহা জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ তথা জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কোন ইউনিয়ন কমিটি কিংবা উপজেলা কমিটির সাথে কোন সম্পর্ক নেই বলে প্রতিবাদ জানান বর্তমান উপজেলার মৎস্যজীবীলীগ।
১৭ফেব্রুয়ারি সোমবার ১২টায় জৈন্তাপুর উপজেলার পূর্ব বাজারে জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাসের পরিচালনায় প্রতিবাদ সভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ‘র সদস্য মোঃ নুরুল ইসলাম।
এ সময় আরোও রাখেন মোঃ ইসমাইল আলী, জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি ছইদ আলী, আজির উদ্দিন, আলম মিয়া, আব্দুল মালিক, দীপ্রেন্দ্র চন্দ্র দাস, শিক্ষা ও মানব সম্পাদক সূর্ষ বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক মাহমৃদ হোসেন ও কার্য নির্বাহী সদস্য লাবন্য সরকার লেবই প্রমুখ। এছাড়া প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ছয় ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন একটি চক্র আওয়ামী মৎস্যজীবী লীগের নাম ধরে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্ম করতে এবং আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ চক্রটি একটি ভূয়া সংগঠন হিসাবে আক্ষা দিয়ে এম.এম.নবী স্বাক্ষরীত একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্বঘোষিত কমিটিতে যাদের নাম রয়েছে এদের অনেকই কমিটি সম্পর্কে জানেনা।