গোয়াইনঘাট প্রচ্ছদ

যে কোন মূল্যে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালণ করা হবে… ওসি আব্দুল আহাদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোন প্রকার সহিংসতা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে থানা পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। এমন অঙ্গিরাক নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২০ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিনবার সকাল ১২টায় গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।সভায় উপজেলার সর্বমোট ৩৮টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীও দূর্গাউৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় নিশ্চিত কল্পে দিক নির্দেশনা তুলে ধরে সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, দূর্গাউৎসব পালনে থানা পুলিশ নিরংকুশ দ্বায়িত্ব পালনে তৎপর থাকবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবেনা। দূর্গাউৎসব পালনে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলরত টিম স্বার্বক্ষনিক জোরদার থাকবে।থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্তের পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন,সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয় সম্পাদক মোঃ মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা ও সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সুবাস চন্দ্র পাল ছানা, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক গোপাল কৃষ্ণ দে চন্দন, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক নিত্যানন্দ দাস নিতাই, উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব সুলাল কান্ত দে, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রণজিৎ চন্দ সন্তুস, প্রশান্ত দেব টিপলু, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা আহবায়ক কমিটির সদস্য সুবাস দাস, মাষ্টার গোপাল রায়, রায়চান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *