Uncategorized

রাজা-প্রজার সনে…?কাকলী আক্তার মৌ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::

সবার তরে এই দোয়াটা; যাই করে যাই মনে,
যাক ভুলে যাক,সব ভুলে যাক; ব্যথা ভরা প্রাণে।

নিষ্প্রাণ সবে,প্রাণ ফিরে পাক,খুশির আলো বনে,
পথ হারা সব,পথ ফিরে পাক, সুখের লগ্ন-ক্ষণে।

কৃপণ সবের, প্রাণ ভরে যাক, ত্যাগের মহিমায়,
যেন,ধন বিলিয়ে, বুক মিলিয়ে; তৃপ্তির দেখা পায়।

বাণের জলে,যাক সে চলে; অহংকারের ছিটে-
বাদানুবাদ,ঝগড়া-বিবাদ; যাক সবি যাক মিটে।

মিলে মিশে, সুখের বেশে,যায় যেন দিন সবের-
কৃপা যেন পায় গো সবে; মহান স্রষ্টা রবের।

সুখের খুশি, যাক ভরে যাক; রাজা-প্রজার সনে,
দুঃখ ভুলে, শান্তি বাড়ুক-হাসি ফুঁটুক মনে।

সুখে থাকুক কিংবা দুখে; হাসি থাকুক দিলে,
দুখী জনের দুঃখ যেন,ভাগ করে লই মিলে।

আত্ম ত্যাগের মহিমাতে; বলিয়ান যেন হই-
পাপ মুছে দাও, শোক মুছে দাও; কর জোরে কই।

সবার তরে এই দোয়াটা; যাই করে যাই আমি,
কলুশ ভুলে,ত্যাগের মূলে; হই যেন সব দামি।

In the research pen-
Kakoli Akther Mou?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *