নিজস্ব প্রতিবেদক:: রাত পোহালেই গোয়াইনঘাটে বঙ্গবন্ধু কাপ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতারগাম মাঠে মঙ্গলবার দুপুর আড়াইটায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথি বৃন্দরা। গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উক্ত টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভিউ টোয়েন্টি ফোর ডটকম।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট প্রেমী দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান।