জৈন্তাপুর হোম

রাত পোহাইলে ভোট গ্রহণ জৈন্তাপুরের ৪৮টি কেন্দ্রে যাচ্ছে নির্বাচন সামগ্রী, ব্যালেট পাবেন সকালে

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : আগামীকাল ২৮ নভেম্বর রবিবার সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ট নির্বাচন অনুষ্ঠানের লক্ষে জৈন্তাপুর উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক তত্তাবধানে ২৭ নভেম্বর সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৪৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মাধ্যমে কেন্দ্র সমুহে সর্বোচ্ছ নিরাপত্তার মাধ্যমে ব্যালেট পেপার, ব্যালেট বক্স সহ অন্যান্য সামগ্রী কেন্দ্র সমুহে প্রেরণ করা হয়। উপজেলার সর্বোচ্ছ ঝুকিপূর্ণ ১০টি কেন্দ্র সমুহে অতিরিক্ত পুলিশ সহ বিজিবি মোতায়েন করা হয়। ভোট গ্রহণ হতে শুরু করে ভোট গননা শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ভোট কেন্দ্র পর্যবেক্ষনের জন্য মাঠে উপস্থিত থাকবেন। কোন কেন্দ্রে অপ্রিতিকর ঘটনার সৃষ্টি হলে দ্রুত কেন্দ্র বন্ধ করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জৈন্তাপুরের ৫টি ইউপিতে ৪৮টি কেন্দ্রে ২৬৩কক্ষে ৯৪হাজার ১শত ৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।অপরদিকে জেলা রির্টানিং কর্মকর্তার নির্দেশনায় ভোরে প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপার পৌছাবে বলে জানানো হয়েছে। উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, সুষ্ট সুন্দর ভোট গ্রহনের জন্য চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা প্রাকাশ করছি অতিতের ন্যায় জৈন্তাপুর উপজেলাতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হবে। আইন-শৃঙ্খলা বাজায় রাখার জন্য সর্বোচ্ছ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *