আন্তর্জাতিক প্রচ্ছদ

রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জিকে শেষ বিদায়

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক: গান স্যালুটে শেষে প্রণব মুখার্জিকে চির বিদায় জানালো ভারতবাসী। মঙ্গলবার দিল্লির লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির। মঙ্গলবার দুপুরে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে আসা হয় লোধি রোডের শ্মশানে। এদিন সকাল থেকেই প্রণব মুখার্জির মরদেহ রাখা ছিল দিল্লিতে তার ১০ রাজাজি মার্গের বাসভবনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানসহ বিশিষ্টজনেরা।

গতকাল সন্ধ্যায় দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অস্ত্রোপচারের আগে পরীক্ষায় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তার মৃত্যুতে গতকাল সোমবার থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। অন্যদিকে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *