ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলার লাকী ছাত্র কল্যাণ পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫আগষ্ট শনিবার লাকী ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল বিন সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ সেলিম (অফিসার ইনচার্জ-পুলিশ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার নূরুল হক, লাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল আহমদ হিরা, তোয়াকুল শাহজালাল ফার্মেসীর সত্তাধিকারী ডাঃ কামাল হোসেন মাসুক, লাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার কামাল হোসেন, সংগঠনের সাবেক উপদেষ্ঠা ডাঃ- বজলুর রশিদ আনু, সংগঠনের সাবেক সভাপতি-মিসবাহ উদ্দিনসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে সকল অতিথি বৃন্দ ও উপদেষ্টাবৃন্দ একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আলাদা বসেন। পরে এবং ১০ (দশ) সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেন। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়।এবং এই কমিটি আগামী ২(দুই) বছরের জন্য কার্যকর হবে। সভাপতি- আমির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি-কামরুজ্জামান সেবুল, সাধারণ সম্পাদক- সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক- মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক- আল আমিন, সাংগঠনিক সম্পাদক- জুবায়ের ইসলাম রাজু, অর্থ সম্পাদক- গিয়াস উদ্দিন, ক্রিড়া সম্পাদক- আব্দুল কাদির, প্রচার সম্পাদক- জাহেদ রব্বানী প্রমূখ।