ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিয়া বেগম, গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ সার্কেল মোঃ নজরুল ইসলাম,১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন শিহাব,২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল খায়ের,৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, ৭নং নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,৮নং তোয়াক্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ আহমদ,গোয়াইনঘাট সরকারি কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুবাশ চন্দ্র পাল ছানা,গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন, এশিয়ান টিভির গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি সুুুভাস দাস প্রমূখ।
সভায় এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।