গোয়াইনঘাট

শহীদ বেদীতে গোয়াইনঘাট থানা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক : মহান বিজয় দিবসের সূচনালগ্নেই গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে। থানা পুলিশের সিনিয়র এএসপি গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেল মোঃ  নজরুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদের নেতৃত্বে  থানার সকল অফিসারর্স ও ফোর্সসহ পুলিশ কর্মকর্তারা বীর শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

সোমবার ভোরে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে অনাড়ম্বর শ্রদ্ধাঞ্জলি নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। এর আগে থানা পুলিশের একটি টিম ৩১বার তোপধ্বনিতে বিজয় দিবসকে বরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,  ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়,  এসআই আতিকুজ্জামান জুনেল, এসআই আবুল হোসেন, এসআই মতিউর রহমান, এএসআই  সত্যজিৎ রায়, এএসআই তুফাজ্জল, এএসআই সুফিয়ান, এএসআই সাঈদুর রহমান, কম্পিউটার অপারেটর আজয় সহ থানা পুলিশের সকল সদস্য বৃন্দ।

উল্লেখ্য দিনব্যাপী থানা পুলিশের সকল অফিসার ও  একটি বিশেষ টিম গোয়াইনঘাট মডেল উচ্চ  বিদ্যালয় মাঠে নানা অনুষ্ঠানে ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিস্থিতির  কাজে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *