গোয়াইনঘাট সংবাদদাতা:: শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে জাফলংয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, ভালো শিক্ষক হতে হলে ভালো মানুষ হতে হবে। শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। ছাত্র-শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোমল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম, এম.জে একাডেমির পরিচালক আঃ আলীম। প্রশিক্ষক হিসেবে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্যে জাফলং ইউনিয়নের বিভিন্ন কিন্ডারগার্টেন এর প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকার অংশগ্রহণে প্রশিক্ষণ প্রদান করেন মেম্বার অব ইন্টারন্যাশনাল হ্যান্ড রাইটিং ট্রেইনার এসোসিয়েশন ও মাস্টার ট্রেইনার মো. ইসমাইল সরকার আকাশ।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, শিক্ষানুরাগী মজির আহমেদ, বদর উদ্দিন, জাফলং কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা জুনেদ আহমদ, বর্ণমালা কিন্ডারগার্টেন এর পরিচালক আবুল হাসান প্রমুখ।