শিহরিত একুশ,,
শিবেন দাস।
তারিখ-২১/০২/২০২১ খ্রি.
~~~~~~~~~~~~
শোকে মাতম আকাশ বাতাস মলিন রূপে বসন্ত
ছাত্র সমাজের ভাষার তরে দাবির নেই কো অন্ত।
ছাত্রাবাসকে ভাসিয়ে দিলো বুকের তাজা শোণিতে
সারা বাংলা প্রকম্পিত ভাষার দাবির ধ্বনিতে।
মুখ ফিরিয়ে বিশ্ব মোড়ল চোখটাও ছিল অন্ধ
নির্বিচারে নির্যাতনের চিত্র প্রকাশ বন্ধ।
বায়ান্ন সাল একাত্তর সেই নির্যাতনের নাই শেষ
লক্ষ্যে নির্ভীক বাংলা ভাষা স্বপ্নের বাংলাদেশ।
দেশদ্রোহীরা একহাত নিলো চাটুকারী করে
স্বাধীন দেশে দু’হাত তুলে মাফ চাইলো পা ধরে।
ভণ্ড লোলুপ দুরাচারি লোক বড্ড হারামী
তাদের কাছে আজও যেন পাকিস্তানটাই দামী।
স্বীকার করা না করাতে কি আর আসে বা যায় ?
সবুজ শ্যামল বাংলা ভাষা আছে বিশ্ব মহিমায় !
শ্রদ্ধাভরে করি স্মরণ সালাম শফিক জব্বার
তাজা রক্তের বিনিময়ে পেলাম ভাষার অধিকার।
বীরাঙ্গনার আর্তনাদে আকাশ পাতাল কাঁদে
সম্ভ্রমহারা মা বোনও যুদ্ধে কোমর বাঁধে।
একুশ জাতির মজ্জায় মজ্জায় শিহরিত একক্ষণ
বাঙালিত্ব থাকবে যতদিন থাকবে ভ্রাত্বের বন্ধন।
~~~~~~~~~
গীতিকার, বাংলাদেশ টেলিভিশন