গোয়াইনঘাট প্রচ্ছদ

শেখ হাসিনার আহবানে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এম নিজাম উদ্দিন ধান কাটতে কৃষকের মাঠে

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ং ডৌবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় একাধিক কৃষকের জমির পাঁকা ধান কেটে দিলেন উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ’র নেতাকর্মীরা।

স্থানীয় এলাকাবাসী জানান,, ডৌবাড়ী ইউনিয়নের একাধিক কৃষক কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। বিশ্বে চলমান করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তারা তাদের পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিল। এমন খবর পেয়ে ডৌবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে ঐসকল কৃষকদের জমির পাকা ধান কেটে দেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও বর্তমান গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এম নিজাম উদ্দিন। ৬নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন,  ৯ং ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা সালে আহমদ যুবলীগ নেতা বুলবুল আহমদ,ছাত্র নেতা আবু তায়েফ আহমদ যুবলীগ নেতা  ইমরান আহমদ, মাহাবুব আহমদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হক,মামুন আহমদ, জসিমউদদীন, নাজিমউদ্দীন, হাসান আহমদ, হিজবুল বাহার তুয়াকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকারিয়া প্রমূখ।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে ছাড়া দিয়ে কৃষকের পাকা ধান ঘরে তুলে দেওয়াতে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে কৃষক পরিবার গুলো দেশ রত্ন শেখ হাসিনাকে অজস্র অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্যাগী এ নেতাকর্মীরা না থাকলে আমাদের বোরোধান গুলো হয়তো আসন্ন বন্যায় তলিয়ে যেত। আমরা দেশের সীমান্তজনপদ গোয়াইনঘাট থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে অজস্র অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বঙ্গকন্যার সঠিক নেতৃত্বে এগিয়ে যাক সোনার বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *