গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হচ্ছে বলে অভিযোগ করেছেন উক্ত সংগঠনের ইউনিয়ন সভাপতি আজির উদ্দিন। গতকাল (৬সেপ্টেম্বর) সকাল ১১টায় জাফলংস্থ সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফলং ভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি।
এর কয়েক ঘন্টা পর, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কাহারা ভুল তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আটককৃত বারকি শ্রমিকদের দিয়ে পাল্টা মিথ্যা ভিডিও তৈরি করে আমাদের সংগঠনের সুমন শিকদার, পারভেজ শিকদার ও রুবেল আহমদের নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই মানুষের সম্পদ লুটপাটের নিরাপত্তায় এখন পর্যন্ত আমিসহ ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখেন, ৫আগষ্ঠের পরে তামাবিল ক্যাম্প এবং কাস্টমসের লুটপাটের মালামাল উদ্ধারকাজে আমরাই শতভাগ সহায়তা করেছি। এমনকি এলাকায় সকল ধরনের অপরাধ নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করে আসছি। যা এখনও পর্যন্ত চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয় সহ-সভাপতি সুমন শিকদার, সহ-সভাপতি পারভেজ শিকদার ও রুবেল আহমদ প্রমূখ।