গোয়াইনঘাট হোম

সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুষ্টি ঘাটতি পূরণ করা সম্ভব~আবুল খায়ের

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সরকারি ও বে- সরকারি সংস্থার সাথে উপকার ভোগীর সংযোগ শীর্ষক পুষ্টি সমন্বয় কমিটির সভা (Community  dialogue) পশ্চিম  আলীরগাঁও ইউনিয়ন’র পুর্ণানগর গ্রামের (SDF) অফিসে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ নভেম্বর) সকল ১১টায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে পুষ্টি সমন্বয় সভায় সূচনা কর্মসূচির (GCDO) আসমা চৌধূরীর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে সূচনা প্রকল্পের গোয়াইনঘাট উপজেলা সমন্বয়কারী নীহার সিংহ বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও আর্তমানবতায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের ভূমিকা অনন্য। গোয়াইনঘাট উপজেলায় এ সংস্থাটি দির্ঘদিন থেকে ঐকান্তিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাতিক্রমী ভূমিকা পালন করেছে। গ্রামের দারিদ্র মানুষের পুষ্টির অভাবে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। বিশেষ করে শিশুদের পুষ্টিহীনতায় ভোগে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পুষ্টিহীনতা দূর করা সম্ভব। পাশাপাশি সকলকে আরোও সচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়েরের বলেন, করোনা পরিস্থিতিতে  সরকারের  পাশাপাশি  সূচনা যে ভূমিকা রেখেছে  তা  সত‍্যি প্রশংসার দাবীদার।তাছাড়া সূচনার দরিদ্র উপকারভোগীদের আয়বর্ধন মূলক কাজের জন্য বিতরনকৃত উপকরণের জন্যও প্রশংসা করে বলেন, দরিদ্র পরিবার সমূহ এখন তাদের পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে পুষ্টিকর খাবার খাওয়ার পরিমান বাড়িয়েছে। সূচনার সচেতনতা মূলক বিভিন্ন সেশনে দেখিয়ে  দেয়া পুষ্টি  কার্যক্রম  যেন অব‍্যাহত থাকে সে  জন‍্য  সার্বিক সহায়তা আমাদের অব্যাহত থাকবে।বিশেষ অতিথি এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনজুর আলম, গোয়াইনঘাট প্রাণী সম্পদ অধিদপ্তরের  মাঠ সহকারী মোঃ মনির উদ্দিন, স্বাস্থ্য সহকারী  জুলকাশ আলী,  ইএসডিও প্রতিনিধি মোঃ জাহিদুল  হক এ ছাড়াও  উক্ত  সভায়  উপস্থিত    ছিলেন গণ‍্যমান‍্য ব‍্যাক্তি, সৃচনার ফিল্ড ফ‍্যাসিলেটর  সাজেদা বেগম ও কমিউনিটি  মবিলাইজার সীতা  রাণী দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *