জৈন্তাপুর প্রচ্ছদ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির সিওমেকে ভর্তি

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর  উপজেলা প্রেসক্লাব’র কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সিলেট মিরর পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির (৩৫)’র উপর সন্ত্রাসী হামলা করে আহতবস্থায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।মঙ্গলবার ২১শে এপ্রিল বিকাল ৫টায় জৈন্তাপুর বাস স্টান্ডে এমন ন্যাক্ষারজনক ঘটনা ঘটেছে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে আহত অবস্তায় পেয়ে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য (সিওমেক) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর চাউর হলে সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ’র কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

অনলাইন বিবৃতিতে গোয়াইনঘাট – জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের সাংবাদিকবৃন্দ এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির’র উপর অতর্কৃত হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *