ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া বলেছেন, সমাজের নানা সংকটে সামাজিক সংগঠনগুলো নিরলসভাবে কাজ করার কারণে বহু অসহায় মানুষ উপকৃত হয়। ঐসব সংগঠনের সহযোগিতায় কখনো গৃহহীনরা পায় মাথা গোঁজার ঠাঁই, অনাহারি পরিবার পায় পর্যাপ্ত খাবার। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরা পায় স্কুলে যাওয়ার সুযোগ। সমাজে বসবাসকারী কোন মানুষ কোন অসুবিধায় আছে তা একমাত্র সামাজিক সংগঠন গুলো চিহ্নিত করে তাদের সমস্যা দূরীকরণে শতভাগ সহোযোগিতার হাতকে প্রসারিত করে। যার জন্য সমাজের অসহায় মানুষগুলো কোন না কোনভাবে কারো কাছ থেকে সহায়তা পায়। আমাদের দৈনন্দিন জীবনে সমাজে সামাজিক সংগঠন থাকা খুবই প্রয়োজন। উল্লেখ্য, করোনাকালে এই কথাটি সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সমাজের মানুষের উন্নয়নে ও ঘাটতি নিরসনে সামাজিক সংগঠনের সদস্যরা একেক জন নিবেদিত প্রাণ। তাই সামাজিক সংগঠনগুলো যাতে প্রতিটা গ্রামের পাড়া মহল্লায় টিকে থাকে তার জন্য আমরা যারা সমাজের সচেতন দায়িত্বশীল মানুষ আছি তাদের প্রতি আমাদের পরামর্শমূলক নির্দেশনা ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সমাজের মানুষের ভালোর জন্য ঐইসব সামাজিক সংগঠনের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোইযূস মোস্তফা নগর ইসলামী যুব সংঘের নতুন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।শুক্রবার (৯ জুন) বেলা ৪ টায় মোস্তফা নগর ইসলামী যুব সংঘের আয়োজনে সভাপতি মোঃ মনির হোসেন সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক আল-আমীন সরকারের পরিচালনা বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি মাষ্টার আবুল খায়ের কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেম্বার আব্দুস সামাদ আযাদ, জিয়াউর রহমান মিজান সাধারণ সম্পাদক মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ কোম্পানীগঞ্জ, মোইযুসের সাবেক সভাপতি ডা.আব্দুর রহিম, ডা.মহি উদ্দিন,বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক, সহ সভাপতি আব্দুল্লাহ আল আমিন, আলমগীর হোসেন রিয়াদ, প্রচার সম্পাদক আমির হোসেন, ধর্ম সম্পাদক ইকবাল হোসেন মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ মানিক মিয়া, আইসিটি সম্পাদক আলা উদ্দিন, মাওলানা বিলাল আহমদসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি।
