গোয়াইনঘাট প্রচ্ছদ

সরকারের স্বদিচ্ছা থাকায় বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়েছে- মোহাম্মদ ফারুক আহমদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা আর স্বদিচ্ছা থাকার কারণে বছরের সূচনা লগ্নে সারাদেশের কোমলমতি শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বব্যাপী নানা সংকটের মধ্যে জনগণের অর্থ সাশ্রয়ের জন্য কিছুটা কঠোরতামূলক ব্যবস্থা আরোপ করলেও। শিশুদের জন্য বিনামূল্যে পাঠ্যবই ছাপার বিষয়ে তিনি কখনোও আপস করেননি। যার কারণে সারা দেশেরন্যায় গোয়াইনঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। ১লা জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের অনাড়ম্বর আয়োজনে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে ”বই উৎসব ২০২৩” উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বই উৎসব (২০২৩) উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথম দিনে পাঠ্য বই তুল দেওয়া হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্টানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা বই বিতরণ করেছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুল দেওয়া সম্ভব হয়েছে।বই উৎসব ২০২৩ উদযাপন অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এবং মাষ্টার দেবব্রত ভট্টাচার্য’র পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকারসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দরা এ-সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *