ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বর্তমান সরকারের চিন্তা হলো স্বার্বিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আত্মমর্যাদায় স্বয়ংসম্পূর্ণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই গ্রাম পর্যায় পর্যন্ত সকল সুযোগ সুবিধা দিয়ে দেশের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বিশ্বের উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও নিজের পায়ে দাড়াতে হবে। সামাজিক সূচক থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সব কটিতেই অভাবনীয় উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। এজন্য দেশে বর্তমান সময়ে যেসকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের স্বদিচ্ছা থাকায় সম্ভব হচ্ছে। অপর দিকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর যোগাযোগ ব্যাবস্থাও রোল মডেলে রুপান্তরিত হচ্ছে।রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নে গত অর্থ বছরের এডিপির অর্থায়নে নির্মিত তুড়ুকভাগ, পাইকরাজ ও নয়াপাড়া গ্রামে ৩টি ফুটব্রীজের উদ্বোধনকালে এমন মন্তব্য করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
ফুটব্রীজের উদ্বোধনকালে এ সময় উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ।
