ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, বর্তমান সরকার কৃষি বিপ্লবকে আরোও তরান্বিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। দেশের কোথাও কোন খালি জায়গা থাকতে দেওয়া হবে না। অনাবাদী সকল ভূমিকে কৃষি চাষের আওতায় নিয়ে আসতে হবে। তারই ফলস্রতিতে বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/২০২০/২০২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৯৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসি ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।৯৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসি ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের লীগের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ( লাইব্রেরী মুজিব ) প্রমূখ।