গোয়াইনঘাট প্রচ্ছদ

সরকার পড়া লেখার পাশাপাশি খেলাধূলায় গুরত্বপূর্ন ভূমিকা রাখছে ফারুক আহমদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, বর্তমান সরকার পড়া লেখার পাশাপাশি খেলাধূলায় গুরত্বপূর্ন ভূমিকা রাখছে। সেই আলোকে শারীরিক ও মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষিত জাতি গঠনে পাঠদানের পাশাপাশি সবাইকে খেলাধুলায়ও মনোনিবেশ হতে হবে। সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও সরকার সফলতার সিড়ি অতিক্রকম করছে। বিশেষ করে সরকারের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যান্ত আন্তরিকতার সহিত কাজ কওে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে একটি ইউনিয়ন, উপজেলা, জেলা এমনকি বিভাগকে আলোকিত করা যায়। এই আলোকেই তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বঙ্গবন্ধু কাপ ফুটবলে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে, এটা আমাদে গোয়াইনঘাটের জন্য অত্যান্ত গৌরব ও সম্মানের বিষয়।

তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাটের তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিফতা উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন,ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ,সহকারী প্রধান শিক্ষক,সিকন্দর আলী, শিক্ষক কামাল হোসেন, ইউপি সচিব আবদুর রব প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *