ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। বাংলাদেশে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীদের সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের মাষ্টারপ্লানে এগিয়ে যাচ্ছে। সোমবার (৮ মার্চ) বেলা ২টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা আড়াইটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ উপরোক্ত মন্তব্য করেছেন। তারই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ শামীম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাৎ তাসলিমা বেগম, বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল হক, গোয়াইনঘাট থানার এসআই অজয় দাস, তথ্য আপা জান্নাতুল মাওয়া মীম প্রমূখ। আলোচনা সভা শেষে তিটি ট্রেডের পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
