সারাদেশ হোম

সাংবাদিক রোজিনাকে মুক্তি দিয়ে দায়ীদের শাস্তি দিন গোয়াইনঘাট প্রেসক্লাবের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট :: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমদ, মোঃ আব্দুল মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সুবাস দাস, মো.আলী হোসেনসহ গোয়াইনঘাট প্রেসক্লাবের দায়িত্বশীল ও কার্যকরী সদস্যবৃন্দ।মঙ্গলবার (১৮ মে) রাতে বিবৃতি দিয়ে তাঁরা এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। একজন পেশাদার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে-যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *