ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ( এশিয়ান টেলিভিশন)’র গোয়াইনঘাট প্রতিনিধি সাংবাদিক সুবাস দাসের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ১০কেজি (চাল) করে ১৩০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। (কোভিট ১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী কোটি কোটি মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর গৃহবন্দী এসকল মানুষের পাশে ব্যক্তি উদ্যোগ নিয়ে দাড়িয়েছেন সাংবাদিক সুবাস দাস। তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ডৌবাড়ী ইউনিয়নের ১৩০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
ত্রাণ সহায়তা বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন, লামাদুমকা গ্রামের বিশিষ্ট মুরব্বী জমশেদ আলী,৭নং ওয়ার্ড সদস্য হাফিজ উল্লাহ, ৯নং ওয়ার্ড সদস্য শহীদুর রহমান মেম্বার, ৮নং ওয়ার্ড সদস্য আজিদ উল্লাহ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মর্তুজ আলী, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইসমাই আলী, সাতকুড়ি খান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া মাসুক, ছাত্রলীগ নেতা সুহেল আহমদ, কামরুজ্জামান, সামছুজ্জামান তুহিন, এনামুল হক, শাহাজাহান, দেলোয়ার হোসেন, শামিম আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।
১৪এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের ১০ কেজি করে ( চাল) ১৩০টি অসহায় গরিব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে সাংবাদিক সুবাস দাস ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে ত্রান বিতরণকারী টিম ব্যাতিত সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করছি। তিনি আরোও বলেন। অপর দিকে সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।